ভাই আসবে,ভাই এসেছে,আজকে ভাইফোঁটা,
মনের আকাশ জুড়ে তাই,আনন্দের ঘনঘটা।
ছোট্ট বেলার দুষ্ঠামি গুলো,আজও মনে পড়ে,
ভাইফোঁটার আনন্দেতে,খুশিতে মন ভরে।
ভাই যে আমার নয়ন মণি,ঐ আকাশের তারা,
দিদির কাছে যত আদর,নাই যে কোনো তাড়া।
ফোঁটা নেবো দিদির হাতে,পরবো গলায় মালা,
সুখে থাকুক আমার দিদি,দেখ্ উপরওয়ালা।


ভালোবাসা দিদির প্রতি ,একই নাড়ির টান,
স্নেহ প্রীতি ভালোবাসায়,ভরুক দিদিন প্রাণ।
ভাই যে আমার মনের খাঁচা,বন্দি মনের পাখি,
তাই তো আমি ভাইকে আমার,মনের ঘরে রাখি।
ছোট্ট বেলায় মুচকি হেসে,দুষ্ঠামিরই ছলে,
বাইনা পোনা ছিলো সদাই,ছলে বলে কৌশলে।
ছোট্ট  থেকে বড়ো হলি,হামাগুড়ি খেলতে,
কোলে নিতে,না পারলেও,না পারতাম ফেলতে।


সাত জন্মের পূণ্যেতে আজ,এমন দিদি পেয়েছি,
সব জনমে খদার কাছে,এমন দিদি চেয়েছি।
সুখে রাখো,ভালো রাখো,আমার দিদির ঘর,
সুখের বর্ষা ঝরবে ঘরে,কখনত্ত হবো না পর।
বছর বছর আসবে ফিরে,ভাই ফোঁটার লগ্ন ,
তারই অপেক্ষায় দিন গুনি,সেই স্বপ্নে মগ্ন।
যেথায় থাকি এসে যাব,ভুলবো না কোনোদিন,
মনে আছেরে ,আজ ভাইফোঁটার শুভদিন।