আমি হারানো জীবনের ভয়ে বেঁচে থাকি
সকালে ভুলে যাব রাতের গল্প
এই ভয়ে জেগে থাকি।
মৃতেরা বড় বেশি চায় আজকাল
ওরা ভুলে যায়
আমাদের যে বেঁচেও থাকতে হয়।
আমি অহেতুক শব্দের কোনো অর্থ খুজিনি
শুধু বেপরোয়া আবেগের কথা বলেছিলাম
ওরাই আমাকে জাগিয়ে রাখে,
আমি আবোল-তাবল
কিছু বলবো বলে প্রেমিক
অপারগ হয় প্রেমিকার থেকে
দিন শেষে দেখি যত বাহানা সব
সত্যের চেয়েও বড় সত্য হয়ে ওঠে
আমার আগাগোড়া ছাঁটা মূল।