দগ্ধ ছায়ায় বসে ঝলসানো শরীরে সত্যের প্রলেপ লাগানো,
একদা যা ধূলিস্যাৎ ছিল
অক্ষরে অক্ষরে তাকেই আজ বর্ণপরিচয় দেয়া
এই আমাদের কর্ম।
হাজারো তরবারির ক্ষত শুকিয়ে যায়
তবু একটি মাত্র খঞ্জরের ছোঁয়ায়
লুটিয়ে পরে বীর।
আজ অনেকেই চায়
ইতিহাস যেন নিশ্চুপ হয়ে যায়
তবেই না বোবার মুখ চেপে ধরে
ওরা বলতে পারবে
আমরা স্বাধীনতায় বিশ্বাসী।


আমরা আজ নতুন মহামারীর সম্মুখীন
যার পরিত্রাণ আমাদের সপ্নে
এ দেশের ডিসপেনসারিগুলোতে এর ঔষধ নেই
অথচ বৃদ্ধ বাবা অপেক্ষায় আছেন
ছেলে ফিরলে আবার তিনি সুস্থ হবেন।


আমাকে দেখে কেউ আর কবি বলে লুটিয়ে পরে না
আমিও লজ্জায় পরিচয় দেইনা,
কি পরিচয় হতে পারে এমন এক কবির
যে কবিতা ভুলে যায়।
অথচ আজও সবাই বলে
স্বাধীনতা তাদের অধিকার,
এ কেমন অধিকার যা বাঁচতে দেয় না
বাঁচাতে দেয় না।


স্বাধীনতা আমাদের অধিকার
শীতের সকালে মিষ্টি রোদের মতো
স্বাধীনতা আমাদের অধিকার
ছেলেবেলার পুরোনো বন্ধুর মতো
স্বাধীনতা তবুও আমাদের অধিকার
খুনির চোখে মুক্তির বেপরোয়া আশার মতো।