গতকাল বলেছিলে তাইতো জেগে আছি সহযাত্রী,
সীমাহীন ক্ষুধা আর এক সমুদ্র পিপাসায় ভেজা রাত্রি।
যখন শ্রান্ত দু'চোখ নিভে যেতে চাইছে অমানিশার অব্দে,
শরীরধারী আত্মাটা চাইছে বিদায়, ঘুমের সংকেতশব্দে!
যখন নিভে গেছে বাতিদান, সবটুকু আলো,
মরা চাঁদ আকাশ মঞ্চ হতে সরে দাড়ালো।
যখন ক্ষণজন্মা কুসুম ঝরে গেলো নিশীথনিবিড় মায়ায়,
জোনাক বলে গেলো কানে কানে এবার দাও গো বিদায়!


আমি তখন জেগে আছি সহযাত্রী,
মন্থর গতিময় তুমুল এক রাত্রি!
তুমি গতকাল শুনিয়েছিলে যে হৃদয় ভাঙ্গার দস্তুর,
আমি নকশাপাড়ে সাঁতার দিয়ে খুঁজি তার সীমান্ত দূর।
নিঃশ্বাস বলে নিস্তেজ হও জেগে থাকা নির্বোধ,
আমি বলি চেয়ে দেখ আকাশ হারালো নিশিরোদ!
এমন লগ্নপত্র হাতে ফিরে গেলে রাতের ডাকপিয়ন,
কোথায় যাব আমি, কোথায় হবে আমার প্রেমের অধ্যয়ন।


আমি ভালোবাসার জোড় কাঠি হাতে নিয়ে জেগে আছি সহযাত্রী,
আমায় ঘুম পাড়াতে এসো, ফুরিয়ে যেতে চাইছে এমন রোদহারা রাত্রি!