তোমার সাথে -কবিতা মালা
         (দ্বিতীয় কবিতা)
…...............................


অগণ্য অনুগ্রহ ছুঁড়ে দিয়ে ছিলাম, মুখবই এর পাতায় পাতায়।
বিছানার বুকে,দুঃখ নিয়ে পিঠে,ঘড়ির কাঁটার সাথে ছিলাম আশায়।


পুষ্টি হিন হাত ,ক্ষীণ বল ,পৌঁছলনা অধিক ,আমার  আবেদন।
ব্রক্ষ্ম মাঝে ,ভাঙ্গা বৃক্ষের ঝড়,কাঁটার মাথায় বসে,খুঁজি প্রজ্ঞাপন।

মহাবিদ্যালয়,ছুটির আদেশ ,থলি হাতে,দ্রুত রেল ছোঁয়ার ধুম।
সম ক্ষণে উঠলো হেসে,আন্তঃজালে সংযোগ টেলিফোনের ক্ষীণ ধুন।

অবাক জোড়া চোখ দিল খুঁজে  , ভেসে আসা তোমার অনুমতের সন্দেশ।
নাগরদোলা উঠলো নেচে, বর পেলো মন,দিলাম বলি একাকীত্বের ভিনদেশে।