জাপানের ভু-কম্পন অনুভুত হয় মনে,
প্রিয়জন ছাড়লে ভরসার হাত মূমুর্ষু সংকটে;
পারদের মত ভারী তরল আবেগ রেখে জমা,
জিপসামের তৈরী সিমেন্ট দিয়ে হৃদয় শক্ত করা;
কখনো বা মস্তিষ্কে রক্ত ঝরিয়ে স্ট্রোকের অপেক্ষা।


প্রেম হলো প্লাটিনামের চেয়েও মহামুল্যবান ধাতু,
আবহাওয়ায় গ্রীষ্ম সেতো নয় বসন্ত ঋতু;
সুর্যের কাছে থেকেও মানুষহীন বুধ গ্রহ,
অবিশ্বাসে হয়না প্রেম বাড়ে শুধু মোহ;
প্রেমের বৈশিষ্ট কারেন্টের ন্যয়,
সময়ের সাথে দিকের পরিবর্তন হয়।


ভালবাসা রঙীন টিভির ক্ষতিকর গামা রশ্মি,
বোকা চন্ডীদাস বেখেয়ালে তাই একযুগ বাইছে বড়শী;
ইতিহাসের আগে রোমিও-জুলিয়েট ভালবেসে করেছে ভুল,
হে এযুগের সস্তা প্রেমিক!
ধোঁকায় কেয়ারফুল।