পড়ন্ত বেলায়
নিঝুম দুপুরে একা একা
চেয়ারে বসে।
স্মৃতির পাতা উলট-পালট
চেনা চেনা গন্ধ নিয়ে
ফাগুনের বাতাস
করিডোরে দোল দিয়ে যায়।
অশ্রুসিক্ত আঁখি থেকে
দুফোঁটা চোখের জল ডায়রির পাতায়।
প্রবাল উদ্যাম ঝড়ো হাওয়া
এলোমেলো করে দিল।
পুরানো সেই ঠিকানা
রেখে গেল শুধু
স্মৃতির অন্তঃসলিল....