পরন্ত এক বিকালের শেষে
ভাবছি কি করা যায় আগামীর দিন গুলো তে।
আশায় আছি কোনো আলোর সন্ধানে
যা পৌঁছে দিতে পারে,
আমার জীবন কে উন্নতির চূড়ান্ত শিখরে।
জীবন আর কত টুকু, যা বয়ে যায় সময়ের স্রোতে প্রবাহে।
থাকে সেই টুকু সময়ের মূল্য যেখানে করে থাকি অন্যের উপকার।
যা হয়ে থাকে চির মহিময় জগৎতের অভ্যন্তরে।
মানুষ থাকে চিন্তায় কি করে ভরবে
তাহার জীবন উন্নতির জোয়ার।
সময় চলেছে তাহারই ইচ্ছায়।
থেমে থাকবে না কারই ইচ্ছায়।
সেই সাথে মানুষের মনে আসে হাজারও চিন্তা,  চলে যায় সেই সব চিন্তা সময়ের প্রবাহে।
রেখে দিতে হবে সেই চিন্তা গুলো যাহা দিয়ে করিতে পারি মানুষের উপকার।


তাহাই পৌঁছে দিতে পারে আমাকে মহাকালের নিকটে।