ছোট্ট সেই গ্রামের শুদ্ধ ছেলে আমি
অগ্নির দাবানলে জন্ম আমার। সময়ের খতিয়ানে দলিল ছিলোনা মোর,  সময় বয়ে গেছে বিচিত্র ভাবে,বাস্তবতার অগ্নিতে দাহ নিষ্ক্রিয় করার পূর্বে ছিলোনা মোর জানা, এ জগতের জাগতিক মায়া, চক্ষু মেলিয়া উঠিয়া দেখিলাম চারিদিকে মুখসেলাই, মুখসের আড়ালে লুকিয়া সেই ধেনুদুগ্ধ মাতাইছে মোরে। অন্তধেনি হইয়া মোরে গ্রাস করিয়াছে, সেদিন ও জানা ছিলোনা মোর সেই সরলতা ছিলো সময়ের আলিঙ্গন, নিঃস্ব করিয়া মোরে বুকে মারলো তীর। তীরের আঘাতে হত্যা হলো মোর সরলতার ধীর।