ওই শাড়ীটা পরলে তোমায় কেমন লাগে
এখনো তা জানতে পারিনি,
যেই শাড়ীটা মেলা থেকে এনে দিলাম
পরলে না তা মানতে পারিনি,
চন্দ্রাবতী সুন্দরী গো আবার তুমি এলে,
আঁচল টানা মুখ লুকানো ঘোমটা দিও খুলে।।
আকাশ থেকে তারা এনে পরাবো গো টিপ,
আমাবস্যার অন্ধকারে লাগবে না আর দীপ,
জীবন টা কে লিখে দেবো আমি তোমায় পেলে।।
ঘাসের থেকে শিশির এনে ধুয়ে দেবো মুখ,
অনন্তকাল দেবো তোমায় হৃদয় ভরা সুখ,
এই আমারে একটু তোমার মনটা দিও মেলে।।