চোখ বন্ধ করে পৃথিবীটাকে যদি ফাঁকি দিতে পারতাম ,
ফাঁকি দিতে পারতাম সত্য অসত্যের বেড়াজাল ।
বদলে দিতে পারতাম রক্তে মাংশে গড়া কাঠামোটাকে ।
বলতে পারতাম "দেখ তোমার জন্য আমি কতটা পাল্টে গিয়েছি ,
চাঁদের সঙ্গে ঘর বেঁধেছি................
এনেছি হাতের মুঠোয় "।
এক নিমিষে স্মৃতির ডেড সি পেরিয়ে পৌছে যেতাম
নীল ঘন নিলনদে ।
বিষাদ ঘন কালো মেঘ সরিয়ে
এনে দিতাম এক রঙিন সকাল ।

বলতে পারতাম চাতকের স্থান আকাশের বুকে
সারসের জলাশয় ।
শক্ত কঠোর পাথরের বাস্তবতা প্রকট করতে পারতাম
সুরম্য ইমারতের কাছে ।

যদি বোঝাতে পারতাম
কীভাবে রঙিন রেশম গুটির মধ্যে একটি ছোট্ট প্রাণ
একটু একটু করে মরে ।
বোঝাতে পারতাম
এই আমি র মধ্যেও এক আমি বাস করে ।