দ্রুত প্রবাহমান জীবনধারায় সবাই যখন ব্যস্ত
সমস্যা প্রতিকূলতা যখন আষ্টেপিষ্টে মারে
তখন এক টুকরো শান্তির স্থল তুই
আমার মন ।
তাইতো তোকে সামলে রেখেছি
সকলের আরালে
হূদয়ের গহনে ;
সুখের দিনে তোকে হাসিয়েছি
দূঃখে করেছি সমব্যাথী ,
দেখিস কুচক্রী মুখ গুলো যেন না বলতে পারে
আমার মন বিষাক্ত  ।
ফুটন্ত হূদয়ের শিরা উপশিরা গুলো
বিষের জ্বালায়
স্পন্দন না থামিয়ে দেয় ।