ট্রেনে বাসে ,অন্ধ গলি পেরিয়ে রাজপথে
ঘামে মাখা ,তপ্ত রৌদ্রে তামাটে মুখ খানি
আমি ।
শরীরে তাজা রক্ত প্রবাহ
ঠেকতে ঠেকতে প্রতিনিয়ত লড়াই করা
এক শক্ত শিরদারা
তোমার মধ্যেকার সুপ্ত_জাগ্রত
ঘুন ধরা অনুঘটক
আমি ।


হৃদয় কারখানার লালসা,ভয়,কামনা
সমাজ নামের ওই চোখ রাঙানি
উপেক্ষা করে যত বার দাড়াতে চেয়েছি
নেমে এসেছে প্রলয়
সিঁদুরে মেঘ দেখা মুখগুলো
হায় হুতাস করেছে।
প্রলাপ গুনেছে শুভ কামনায়
এসেছে উপদেশ বাণী
বলেছে ঘুন ধরা সমাজের ঘুন পোঁকা হতে
অভিধানে মোর স্হান হয়েছে
-প্রতিবাদী মুখ ।


রাতের আঁধার সরিয়ে তো সূর্য উঠবেই
নতুন ফুলের সুবাস ছড়াবে প্রাণে
এই নিয়মের প্রত্যাশাও কি প্রতিবাদ?
তবে আবার প্রতিবাদ হবে ।
চন্দন,রাজীব,বরুন,অরূপের পবিত্র রক্তবিজে
জন্ম নিবে আরও এক নতুন আমি
তোমার ভেতরে ফুসতে থাকা
তোমার বিবেক ,অন্তরাত্মা আমি ।


সমাজের বৈধ্যব বেশ ছেড়ে
বই এর পাতার বুদ্ধিজীবির দল
গোধূলি বেলায় গর্জে উঠবে
প্রতিবাদ হবে,সভা হবে ,মিছিল হবে
না চাইলেও অসার দেহে চলবে
রঙের খেলা ,
মোমের আলোয় আলোকিত হবে রাজপথ।