কত শত শরৎ, পেরিয়ে এলো হেমন্ত
আগমনীর বার্তায় চারিদিক মুখরিত।
ক্রমান্বয়ে পাতাগুলো, হতে থাকে বিবর্ণ
নতুনত্বের আমেজে, প্রকৃতি তখন সুবর্ণ।

এরপর এলো, পূনর্জীবনের বসন্ত
চারিদিকে শুধু ফুল আর, পাতার মেলা
চারিদিকে শুধু এক, নতুনের খেলা।

বারান্দার কোণে, বসন্ত যে আসলো না
পুরোনো অলোকনন্দায়, ফুল যে আর ফুটলো না।
অপেক্ষায় সে  রয়ে গেলো নির্ঘুম ঘুমন্ত,
বারান্দার কোণে কভু আসবে বসন্ত?