আমি যতবার মাথা তুলে দাঁড়াতে চাচ্ছি,
প্রকৃতি ততবার আমায় টেনে মাটিতে ফেলছে।
পারছি না কাঙ্ক্ষিত ঐ মুক্তির দেখা পেতে-
আলো  যেন ঢেকে যায় মেঘের ছায়াতলে।

বারেবার প্রতিবারে-
ব্যর্থতাই যে আসছে ফিরে।
আসে পাশে চারিপাশে-
ব্যঞ্জনা যে আসছে ঘিরে।

স্বপ্নের সেই ক্রন্দন হাসিমুখ খানা,
কুঁড়ে কুঁড়ে শোষণ করছে আমায়।
আকাঙ্ক্ষার সেই অপ্রাপ্য ইচ্ছা খানা,
হাজারো প্রশ্ন করছে আমায়।

ব্যার্থতাই যদি হয় প্রাপ্তির নাম,
প্রচেষ্টার সার্থকতা ব্যর্থতার ছায়ায়-
এই যদি হয় জীবনের নাম,
আমার জীবনের অর্থ কোথায়?