অপেক্ষার প্রহর কেমন তুমি তা বোঝো না,
হয়তো বা তুমি জানো না তার বীভৎসতা।
বুকফাটা দুপুরে, বর্ষার সহস্র আঘাতে, কিংবা শীতের নির্জন রাতে অথবা বসন্তের ঝরা পাতায় অপেক্ষা!


অপেক্ষা কুড়েকুড়ে খায় পুরোনো স্নৃতির  মগজ,যেমন শকুন কুঁড়ে খায় পচা দেহ


ব্যাস্ততার যান্ত্রিকতায় তুমি কর্ম ময়!
অথচ আমি কর্মব্যাস্ততার মানসে ও স্নৃতির লালায়িত কার্যক্ষেত্রের মতো বিছিয়ে রেখেছি আমার নীলক্ষেত মন!


আমি আরও অপেক্ষা করেছিলাম একদিন গ্রীষ্মের দাববাহে ধানের কৃষকের মতো!


শুধু একদিন ভেবো না,অনবায়ন যোগ্য সময়ের সিংহভাগই আমি ব্যায় করেছি তোমাকে ভেবে!


একটি দিন অথবা একটি রাত অথবা একটি ঘন্টা অথবা একটি মিনিট অথবা একটি সেকেন্ড অপেক্ষা করে দোখো…অপেক্ষা আসলে কতটা তাপীয় কতটা কষ্ট দায়ক!