আজ, শোষনে তুমি সুখী যদিও,
শাসনের শুধু তুমিই শক্তি।
আজ, পতনে তুমি ভিত যদিও,
মরনেই শুধু তোমার মুক্তি।
দেখো, পিরিতের খুনে রঞ্জিত 'কাশ,
ভূধর সিক্ত আখির জলে,
বাতাসে তাদের আর্তনাদের,
বিষাক্তময় বিষাদ ঘোলে।


তবু থামিওনা তুমি, মারো আর মরো,
করো প্রাণনাশ, শিশু-নারী-নর।
চির ফাঁদের আজ বাঁধন ছেরো,
গলায় রেখে তরবারি।
কত মৃত্যুর কাছাকাছি দেখ!
কত মুক্তির কাছাকাছি!


শেষে যদি হয় বোধ, সব হলো শোধ,
যত বিদ্বেষ, সব হলো শেষ,
নাই যুদ্ধ, সব রুদ্ধ,
তুমি, আমি, সব - একবদ্ধ;
তবেই ঈশ্বর, হবে নশ্বর।
শুধু সত্যই, হবে তত্ত্ব।
নয় স্বর্গ, নাকি নির্বাণ,
সব নরকেরও হবে অবসান।


সব ধরা পাবে তার ধর্ম,
সত্ ধর্ম - নিরাশক্তির।
আকাশের রবে এক কর্ম,
সত্ কর্ম, সংযুক্তির।
নিরাশক্তের সংযুক্তির,
এক চুক্তি হবে মুক্তির।
এক যুক্তি চির প্রাপ্তির,
সুখ-দুখ হীন এক মুক্তির।।