মুক্তির মোহ মাখিয়েছি আমি নিজেকে এমন!
যুক্তির জালে জড়িয়েছি দেখো নিজেকে কেমন!


শত জাল ছিঁড়ে বেরলাম, তবু শত-সহস্র বাকি!
জীবনের তরী মরণ কিনারে, আর হাতে গোনা ক্ষণ বাকি!


অমর হবার স্বপ্ন চোখে, আজীবন আমি এমন বিভোর!
মরণ দুয়ার খুলল সমুখে, হঠাৎ যেন হয়ে এলো ভোর!


ক্ষতবিক্ষত দেহ মন তবু ছাড়ল না তার আশ, ভাসল নতুন আকাশে,
চোখ দেখল, বুক বুঝল, মুখ বলল ---


"মুক্ত হবে নিশ্চয়ই আমার 'আমি', মরণ পাড়ের অনন্ত সেই দেশে।।"