সুমি, তুমি আমার জীবনে এসেছ প্রিয়া,
বেছেছো আমায়, বেসেছো আমায় ভালো।
বেধেছো আমায় জীবন মাঝারে,
দুচোখে ভরেছ আলো।
আমি তো আঁধারে, এই দুখ-ঘরে পরেই ছিলাম।
কত দিন আর কত রাত গেছে,
গতিহারা হয়ে বসেই ছিলাম।
জানালা ওপারে কত সূর্য, কত চাঁদ গেছে ঢলে,
আমি তো প্রিয়া মরণের কোলে,
মাথা পেতে দিয়েই ছিলাম।
তুমি প্রেমের দিয়া জ্বালিয়ে প্রিয়া,
যখন এ ঘরে এলে,
অচেনা তবুও, কেন জানি না গো!
খুব আপন হয়ে গেলে।
এখন তুমি মিশে গেছো আমার দেহ মন অনুভবে।
আমি পারবো না জান্ ছাড়তে তোমাকে,
এ বুক ভেঙেই যাবে।
তুমি হয়ে গেছো আমার মনের ক্ষুধা, মনের খোদা, একান্ত প্রিয় জন।
ওগো, আমার অসুখী জীবনে তোমার আগমন প্রয়োজন।
সখি জীবনের পথে তোমার সাথে তোমার হাত ধরে,
চলতে চাই গো বহুদূর আমি তোমায় সঙ্গী করে।
যদি জীবনে জ্বলে দুঃখের আগুন,
ভয় পেয়োনা প্রিয়া,
একে অপরের ছায়া হব,
জানি এতটা তো আছে মায়া।
মোহ-মায়া নয়,
বিচার বলে কথা দিলাম ওগো সখি,
তোমার যা কিছু আছে, ওগো তা নয়
আমি তোমাকে ভালোবাসি।