শুনতে চাই উত্তাল সাগরের বিস্তীর্ণ  তলদেশের,
বিশাল সাম্রাজ্যের প্রশস্ত বন্ধনীর প্রজ্ঞাময় বাণী।
যুগ-যুগান্তরের মরচে ধরা কঠিন প্রস্তরে,
জাগতিক সুখ-দুঃখের প্রজ্বলিত শিখার উন্মুক্ত চোখে;
স্বাক্ষী হয়ে থাকা অতন্দ্র প্রহরীর অপলক দৃষ্টি।


ছড়াতে চাই ঊর্ধাকাশের মুক্তির আলোকবর্তিকা।
শত সহস্র বছর ব্যাপী দীপ্যমান নিহারিকা যেখানে;
বিকশিত করে চলেছে সভ্যতার ইতিহাসের পাতা।
পরাধীনতার প্রাচীর ভেঙ্গে গগণবিদারী চিৎকারে;
প্রকম্পিত করে শৃঙ্খলিত বাসনার বন্দী শিবির।