আর কত রং-বেরঙের বেদনারা
ডানা মেলে উড়ে বেড়াবে?
আর কত রাত গভীর হলে
ভোর সকালে মৃত প্রাণ জেগে উঠবে?
প্রশ্ন থেকে যায়, দিন চলে যায়,
তবুও মানুষ সুখ খুঁজে ফেরে
অজানায় দিক হারাবার!
বৃষ্টিতে ধুয়ে যাক দুঃখগুলো
বেঁচে আছি এটাই তো কতো!
ক্ষয়িষ্ণু অনুভূতি যেখানে মুমূর্ষু,
একটি স্পর্শ করতে পারে জীবিত
জীবনের অচল হওয়া কিছু ইন্দ্রিয়।
প্রখর খরতাপে তাই দাঁড়িয়ে আছি
মনের যন্ত্রণা গুলো শুষে নিবে বলে।