কাঁপুনি দিয়ে ওঠে দেহের ভেতর
     রক্ত চলাচল উচ্চ গতিতে
যেখানে ক্রমশ অগ্রসরমান।
     হৃৎপিণ্ডে শুরু হওয়া রিখটার স্কেলে
অপরিমেয় শক্তিশালী এক ভূমিকম্প!
     শোকার্ত উপকূলে অতিক্রম করছে
প্রতি ঘন্টায় নির্ণয় করতে না পারা
     প্রবল বেগের দমকা হাওয়া!
তবুও কি কালের বিবর্তনের
     শুধু স্বাক্ষী হয়ে থাকা
আমার এ দুটি পাথর-চোখ
     সূর্যের নিচে পোড়ে অনন্তকাল ব্যাপী
অলঙ্ঘনীয় নির্মম বাস্তবতার
     স্বাদ গ্রহণ করে যাবে।
আমিও দেখতে চাই জীবনের বিশ্লেষণ
     যেভাবে দিন-রাত মহাবিশ্বের
এই বিপাক ক্রিয়া, প্রতিনিয়ত মনে
     অদৃশ্য আশার সঞ্চার করে
নিথর দৃষ্টিতে আপন কক্ষপথে
     জীবন্মৃত হয়ে থাকতে বাধ্য করেছে।