তবুও বেঁচে আছি এই ধরার মাঝে
যতক্ষণ না আলো নিভে ঐ দূর সাঁঝে।


ক্রমাগত চলেছি বিরামহীন এই পথ
আশার বাণীর মোহে গতি হয়েছে শ্লথ।


এভাবেই রাত পেরিয়ে হলো কত ভোর
লক্ষ্যের পানে যদিও খুলে নাকো দোর।


আমায় নিচ্ছে টেনে প্রিয় কিছু মুখ
যায়না দেখা চোখে বিরহের সুখ‌।


হারিয়ে গেছে কেউ দূর সীমানায়
স্মৃতির  জানালায়  আমাকে কাঁদায়।


এভাবেই চলছে জীবন তাঁর নিয়মে
যেভাবে আছি আমি এই ভূবনে।


(কবিতার আসরে ১০০ তম রচনা)