আঁধারের গহীনে নড়েচড়ে বসে
অভিজ্ঞ চাঁদের ঝলমলে রোদ।
উত্তাপ আসে কালের বিবর্তনে
সঙ্গে নিয়ে নিথর আকর্ষণের
কিছু লোহিত কণিকা।
যদিও দু চোখের প্রখর দৃষ্টি,
এড়িয়ে গিয়েছে ঘুমের ঘোরে;
তবুও বিছানায় পড়ে আছে নীল বর্ণের
তোমার আমার দ্বিখণ্ডিত হৃৎপিণ্ড!