অবশ দেহে অন্ধ চোখে
কার পায়ের চিহ্ন পড়ে,
ভ্রান্ত মোহে অদৃশ্য ভয়ে
থাকি পড়ে অন্য গ্রহে।


এই যে দুরত্ব বাড়ে
ধীরে-ধীরে বিভেদের ক্ষতে,
জ্বলতে থাক; পুড়তে থাকে
মিথ্যে চেতনার অন্ধকারে।


আমার বলা হয়ে ওঠেনা
তোমার খুব কাছে বসে,
যেন এখন মৃত শুয়ে থাকি
শহরের কংক্রিটের কফিনে।