অস্পৃশ্য ছায়ারা সরে যায় চেতনার আড়ালে
একে একে বাড়তে থাকে অনুভূতির তাপমাত্রা।
হাত দিয়ে এঁকে যাই কল্পনার অবয়ব ইচ্ছেমতো
সহাস্যে ফাঁকি দেয় দিন ও রাতের মাঝখানে।


এই পথ চেনা যদিও, ক্লান্ত আমি দেখিনি কখনো
ঠায় দাঁড়িয়ে থাকা দরজার ওপাশে আড়চোখে!
আবার হয়তো দেখা হবে না দেখার পৃথিবীতে
পোড়া বিবেকের দংশনে নীল রঙের আকাশে।