আধো ঘুমে আঁধারে জেগে আছি
এক বুক আলো সঙ্গে নিয়ে,
আন্দোলিত হওয়া নিরূপায় দেহ
অদৃশ্য আকর্ষণের হাতছানিতে।


কোন সে বাঁশির সুর বেজেছিল?
পরিপূর্ণ প্রশান্তি হৃদয়াঙ্গম করে,
ঘন কুয়াশার রাতে আমার আশ্রয়
বৃক্ষরাজির কোলে শীতার্ত পথে।


মধ্য রাতের শীতল বাতাসে ভাসে
তোমার সমুদ্রের উষ্ণতার অনুভূতি,
হাত বাড়িয়ে ছোঁয়া ইচ্ছেগুলোতে
তোমার পাশে ঘুমিয়ে পড়া আমি।