পুড়ছে শরীর, জ্বলছে চেতনার আগুন
আগুনে বিবেক পুড়ে ছাই করে,
আধুনিক সভ্যতার ইস্পাতের মেরুদন্ড।
উত্তপ্ত শহরের জমাট রক্তে তৃষ্ণা মেটেনা।
চাই উন্মাতাল কালবৈশাখীর সাক্ষাত!
কথা আছে, পুরনো কথার জট।
যা আজও খুলেনি কিংবা
অব্যক্ত আছে বহুদিন ধরে।
এখনও কেন বন্ধ চোখে স্বপ্নরা প্রশ্ন করে,
উত্তর জানা নেই তবে কি ঘুম ভেঙ্গে গেল?
তবুও কি জাগবে না ভোর বেলার ডাকে?
ক্রমাগত ঈর্ষায় পুড়ে হয়তো,
মানুষ একদিন চোখ মেলে তাকাবে।