আমার বিশাল ভারাক্রান্ত জলের ঘর
ঘন কালো মেঘের আড়ালে দীপ্যমান,
সেখানে শোকার্ত সাগরের উপকূলে
ছোট্ট এক সবুজ উপদ্বীপ দৃশ্যমান।


আদ্যোপান্ত সেখানে বিরাজ করে
বিরহ সুখের ধূসর আবহাওয়া বার্তা,
এখানকার জলবায়ু উষ্ণ আবার আর্দ্র
যদিও  আবির্ভূত হয়না মুক্তির ত্রাতা।


রংধনুর রঙে চাষাবাদ হয়ে থাকে
বারোমাসি কিছু মানবিক শষ্য
নির্বাক অশ্রুজলের সেচ ব্যবস্থা
দিবা-রাতি যেন অনুগ্রহ উপাস্য।


ঝড়-বিক্ষুব্ধ ক্লান্ত মনের পরিশ্রমের বিনিময়ে
উৎপাদিত হয় কিছু ঘটন অঘটনের ফসল,
কখনও আবেগের সহ্যের নাব্যতা হ্রাস পেলে
জীবন্ত জ্বালানি দিয়ে হয় স্বাভাবিক চলাচল।


এই চিরায়ত পথেই আসা-যাওয়া করে
আমার অবচেতন মনের নির্ঘুম স্বপ্নেরা,
আমাকে বানিয়েছে তাদের নির্ভীক নাবিক
আদিগন্ত গন্তব্যে পৌঁছে দিতে সুখ সারথীরা।