আলোরা থাকে আঁধারের কাছে
সহযাত্রী হয়ে জীবনের ভাঁজে।
কোন সে প্রাণের অবয়ব ভাসে
শয়নে-স্বপনে ঘুমের ঘোরে।


হঠাৎ করে জানালার ফাঁকে
কালো মেঘ এসে বৃষ্টি ঝরায়।
গহীন হৃদয় কেঁপে-কেঁপে ওঠে
বৃষ্টির ফোঁটা সারা দেহে হারায়।


ওই দু'চোখে তাকিয়ে থেকে
কি দেখে আবার থমকে গেলে?
ভয় পেয়ে আবার অন্ধকারে
আলোর মাঝে দিক হারালে।