দিনের রবি যখন হারিয়ে যায়
পশ্চিমের ঐ দূর অস্তাচলে
নিশি তখন প্রশান্তির আলো
ছড়িয়ে দেয় কৃতজ্ঞভরে।


ও বিভাবরী,
তুমি শোনাও অতীতের
কোন সুখ অথবা বেদনার গান
কখনও বা ভবিষ্যতের আহবান।


ও যামিনী,
তুমি না থাকলে
ক্লান্ত দিবস কিভাবে পেরোতো?
জমানো অবসাদ কিভাবে যেত?


ও নিশীথিনী,
তোমার বিছানায় শুয়ে
আমি অসাড়-অচেতন হয়ে যাই
ভোর সকালে আবার জীবিত হই।


ও রজনী,
আমার অশান্ত হৃদয়ের
বিরহ দিবসের যত তপ্ত অনল
করে দিয়েছো তুমি সব হিমশীতল।