প্রবল বর্ষণের সম্ভাবনা অনুভূতির আকাশে
সহসা আমার নতুন কাব্যে তোমার আগমন!
কিসের টানে আমার পানে ছুটে এসেছো?
অসময়ে মাতাল করা সেই প্রহরের মতো।
তোমার সৌন্দর্যে বিমোহিত হয় দুটি চোখ!
আবিস্কারের নেশায় ছুটে চলেছে নিরবধি,
প্রেমান্ধ হৃদয়ে ক্লান্ত আশাবাদী এক পথিক।
দৃষ্টিভ্রম হয়েছে হয়তো! তুমি আসোনি তাহলে।
সেদিনের সন্ধ্যার সেই ক্ষণে কিছু সহজ প্রশ্নের
কঠিন উত্তর যা তোমাকে বলা যায়নি আজও!
অথচ আমাদের স্পর্শের কাব্য ছিল দুর্বোধ্য!
যান্ত্রিক পৃথিবীতে আমরা নিজস্ব পথেই হেঁটেছি।
তাহলে কি আজ পথচলা এখানেই থেমে যাবে?
নাকি নতুন ভাবনা নিয়ে ফিরে আসবে আবার!