শহরের কোলাহল ছেড়ে
দূরে-বহুদূরে অচেনা প্রহরে
ঝরা পাতার উষ্ণ পথ
কিছু চিহ্ন এঁকে দিয়ে গেছে।
জমাট স্তব্ধতা যেন কথাচ্ছলে
বলে দেয় পুরনো অনুভূতি ,
যদিও একটি সময় মুছে যাবে
রাতের গাঢ় অন্ধকারে।
হয়তো তখন হঠাৎ বৃষ্টির
উপহার পাওয়া মেঘের কান্না
ধুয়ে দিয়ে যাবে মানবিক বোধে
অন্বেষণে থাকা একজোড়া
ধূসর চোখের দৃষ্টি।