দু'চোখ প্রসারিত হয় সৃষ্টির টানে
অনাবিস্কৃত সৌন্দর্য যেখানে
দূরের বাতিঘর!
তবুও হৃদয়ে কড়া নাড়ে
অবাধ্য আলিঙ্গনের উষ্ণতার ছোঁয়া।
স্পর্শ করা যাবে কি?
সবুজ বনের উঁচু গাছগুলোর
কোমল পাতার শিরা-উপশিরা!
নাকি সারারাত ধরে মনের অজান্তে
জন্মানো কিছু বিচ্ছিন্ন শব্দ
হাতের মুঠোয় পুরে নিয়ে
অনবদ্য এক কাব্য রচনার
মোহে বিভোর হয়ে,
শেষ রাতে পুনর্জন্ম নেওয়া
এক অদম্য আশা।