পুরনো পথ নতুন পৃথিবী
চেনা দেহে অচেনা বৃষ্টির ফোঁটা
সামনে দাঁড়িয়ে অস্পষ্ট চেহারা।
রাতের আলোয় তাকিয়ে থাকা চাঁদ
পাতার ফাঁকে ইশারায় ডাকে,
কাছে টানে ওই দু'চোখের আহবানে।
আমার দেহ কাঁপতে থাকে
ভ্রান্তির মোহে অন্ধ কল্পনায়।
গভীর ঘুমে আচ্ছন্ন থাকি,
হাত বাড়িয়ে সিক্ত বিছানায়
আবদ্ধ আমি আশ্রয় খুঁজি,
অচেনা অনুভূতির আলিঙ্গনে।