আহত অনুভবের বাইরে তোমার বিচরণ
বন্ধ চোখের আলোতে ম্লান হয়ে যাওয়া,
দীপ্যমান তারারা কথা বলে জীবনের ভাঁজে।
আমার অসমাপ্ত কাব্য তুমি পড়ে গেলেনা!


হেমন্তের এই অবেলায় আর খুঁজবেনা,
ক্রমশ ডুবে যাওয়া সূর্যের মাঝে তোমার হাসি।
হাতড়ে বেড়াই দরজার চৌকাঠে অস্পৃশ্য পদচিহ্ন
আমার ছায়ারা সরে যায় তোমার নিঃশ্বাসের শব্দে।