বিক্ষিপ্ত কল্পনায় তোমার চলাচল
স্রোতের বিপরীতে অভিনয় করা আমি।
চেনা মুখটায় চুলের ওড়াউড়ি
তবুও দেখা যাচ্ছেনা, চেনা যাচ্ছেনা!
অথচ হাঁটছি তোমার পৃথিবীতে
নিষ্পাপ অন্ধ চোখের ইশারায়।
মাঝ রাতের আঁধারের আলোয়
দিকচিহ্নহীন তুমি আমার পাশে।
যদিও তোমার কাব্য বুঝিনি আমি,
প্রতিনিয়ত ম্লান হওয়া আলোর দিকে
ক্রমশ ডুবে যাচ্ছি;
ক্ষয়িষ্ণু উপকূলের ঢেউয়ের আঘাতে।