এভাবেই শুরু হলো আরেকটি নতুন সকাল
যেমনটি প্রতিদিন হচ্ছে।
প্রতিনিয়ত প্রত্যাশা থাকে ইচ্ছে মতো  
কিছু ঘটবে আমার পৃথিবীতে!
অথচ প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধন থাকেনা।
সেই একই বেদনার্ত রাত এবং সংগ্রামী দিনের প্রহর!
তবুও জীবন চলছে গতিশীল সময়ের সারথী হয়ে।
আশাহত হইনা আবার খুব আশাবাদীও হইনা।
তবে সর্বদা জাগতিক পরিবর্তন ঘটেই চলেছে!
চোখের সামনে দেখি টিনের ঘরের
বিশাল অট্টালিকায় রূপান্তরিত হওয়ার দৃশ্য!
প্রাচীন জনপদ নিশ্চিহ্ন হয়ে
আধুনিক মানবসভ্যতার সৃষ্টি!
তাই আমরা মানুষেরাও এই পরিবর্তনশীল
প্রক্রিয়ার সদৃশ ব্যতিক্রম নই!
নিয়ত ক্ষয় হতে থাকা অভিজ্ঞ এই পৃথিবীতে।