এ আমি কোথায় হারিয়ে যাই
কিংবা কোথায় দাঁড়িয়ে আছি?
এইতো সেদিন দিনের বেলায়,
হেঁটেছিলাম এই চেনা পথ ধরে,
সময়ের আবর্তে হারিয়ে গেছে
যাপিত জীবনের নির্ঘুম প্রহর!
তবে কেন চারিদিক মেতেছিল
কিছু স্বপ্নময় প্রাণের স্পন্দনে?
বৃষ্টিময় রাতে ঐ দূরের আকাশে
ঘন মেঘের ফাঁকে এক চিলতে,
শুভ্র চাঁদের আলোকিত হাসিতে।
প্রকৃতির স্বল্প সময়ের পরিক্রমায়
নিয়ত পরিবর্তনশীল পৃথিবীতে!
তবু শেষ রাতের ক্ষয়িষ্ণু আঁধারে,
ঘুম ভেঙে দরজাটা অর্ধেক খুলে;
পাহাড়সম বিষ্ময় ভরা চোখ নিয়ে!
কে যেন নির্বাক তাকিয়ে আছে।