যুদ্ধাহত হৃদয়ের গগণবিদারী চিৎকার
প্রকম্পিত করে মুমূর্ষু মানুষের শেষ আশ্রয়ের,
ক্ষয়িষ্ণু দেয়ালের মানবতার ক্যানভাস।
পিচঢালা রাজপথে যেন আমিই সেই সৈনিক!
যে কিনা হাজার হাজার বছর ব্যাপী,
অশ্রুসজল চোখে চিরনিদ্রায় শায়িত আছি।
এ ঘুম ভাঙবে না, এ দেহ সচল হবেনা।
শুধু কোন একদিন মৃত্তিকার প্রাচীর ভেদ করে
অন্তহীন অপেক্ষার প্রহর শেষে,
শেষ বিকেলে শিশির ভেজা ঘাসের উপর
অতি কাঙ্ক্ষিত স্পর্শের অনুভবে;
প্রিয় কোন শহরের শেষ প্রান্তে
একে অন্যের মুখোমুখি হতে পারি।