মনে হয় আমাকেই খুঁজছো তুমি
ঘুমের ঘোরে স্বপ্নের অন্তরালে।
তবে কি হাত ধরে হাঁটতে চাও
সম্মোহনের অস্পৃশ্য আলিঙ্গনে?
রাতের বৃষ্টিতে ঘুমিয়ে পড়লে
তোমার কি কষ্ট থেমে যাবে?
কবিতার খাতায় চলেছো লিখে
আমাদের না বলা কথা দিয়ে।
বিকেলের রোদে তোমার হাসিতে
লিখে চলেছে উষ্ণতার কাব্য।
না চাইতেও যেন টানছে ক্রমশ,
পড়ন্ত বিকেলে পরিচিত স্পর্শ।