সুরের ঝংকার ছন্দ তুলে বাজে কানে
মন ছুঁয়ে যায় তোমার টানে প্রিয় গানে।
ইচ্ছে হয় যেন ছুটে যাই মায়াবী রাতে
বৃষ্টিকণা সঙ্গে নিয়ে নীল সমুদ্রের পানে।


চারিপাশে সুগন্ধি হিমেল বাতাস বয়ে যায়
মেঘের ভেলায় তারার মেলারা উঁকি দেয়।
হেঁটে যাই আমি তোমার পাশে হাতটি ধরে
নিবিড় প্রশান্তি মনে জাগায় বৃষ্টিময় রাতে।


মনের প্রাঙ্গণে বজ্রপাত হয় মারাত্মক সৌন্দর্যে
বিকশিত হয় আঁধার ঘর তোমার সাহচর্য্যে।
দরজার ওপাশে কড়া নাড়ে ঘুমের গল্প-গানে
তোমার স্পর্শ ইশারা দেয় কাব্যিক আহবানে।