আমার এই চলার পথে হঠাৎ নিদ্রোত্থিত,
বৃষ্টিকণার শীতল নিঃশ্বাস বাতাসে নিমগ্ন
এক নির্মল প্রশান্তির অনুভূতির আশ্রয় নিয়ে
ভেজা বর্ষার মায়াবী সন্ধ্যায় নিজ কানে
চুপিসারে বলে উঠে, তুমিতো সুখী!


আসলেই এই নিশীথ প্রহরে মন্ত্রমুগ্ধ ধ্বনিতে
টুপটাপ বৃষ্টির শব্দে শুনতে পাই জীবনের গান।
ঘন কালো মেঘের আড়ালে জীবনের দুঃখ গুলো
যেন সরে গিয়ে আমায় শোনায় জোছনার আহবান।
নদীর জলের সঙ্গে সমুদ্রের লোনা জলের সম্পর্ক
দেখে কি বলতে পারো যে তুমি খুব অসুখী?
এত কান্নার জল যদি তারা ধারণ করতে পারে
তাহলে তুমি কি ভাবো তুমি তাদের চেয়ে দুঃখী?


সুতরাং আমি ভেবেছি এই পথচলা শুধু এমনই হবে
যেখানে জীবনের প্রতিটি বাঁকে সুখ তুমি আমার হবে।
বেঁচে আছি এর চেয়ে অধিক সুখ কি আর আছে?
নিজের মনে বিশালতার যে সুখ আছে তার কাছে।