কিভাবে হেঁটে যাই
কৃত্রিম জোছনার তীব্র আলোর পথে?
কিভাবে ভোর হয়
রাত পেরিয়ে খোলা চোখের দৃষ্টিতে?
তবুও কেন আমরা লিখে যাই
হারিয়ে ফেলা কোন এক মুহুর্তের
গোপন ব্যথার কথা!
সম্মুখ প্রাচীরে তীব্র আঘাত
দেহ থেকে ঝরছে রক্ত
অবিরত দহনে সম্মোহিত চোখ।
প্রবল আকর্ষণের স্পর্শের ইশারায়
ভুলে যাওয়া ক্ষণের আলিঙ্গনে
আমাদের ধারণকৃত কাঙ্ক্ষিত অনুভুতি।