চাই অঝোর ধারায় বর্ষন
প্লাবিত হোক নগর জনপদ
কিংবা যুদ্ধাহত হৃদয়ের বিপর্যস্ত উপকূল।
এ চোখ দুটো যেখানে স্বাক্ষরিত করে রেখেছে
প্রবহমান নদীর সমুদ্রে বিলীন হওয়ার দৃশ্য।


ভেদ করে মেঘমালার
শীতল জলরাশি
ঊর্ধ্বগগনের ঐ দীপ্যমান তারকা যেন,
শোনায় প্রকাশ না করার শর্তে
অব্যক্ত মনের দূর্বোধ্য ভাব সম্প্রসারণ।


তীব্র আর্দ্রতার
অবিরাম বরিষন  
কি পারে ধারণ করে তার অনুভূতির মর্মবাণী
নির্বাক শ্রোতার কর্ণকূহরে পৌছে দিতে?
যা সে বুঝেও না বোঝার ভান করেছে।