খোলা চোখে শুয়ে আছি
এই শহরের তপ্ত বুকে।
তৃষ্ণার্ত পৃথিবীর উষ্ণতায় ডুবে যাচ্ছি,
ওই চোখের দৃষ্টিতে ভারী বর্ষণের পূর্বাভাস!
প্রবল বৃষ্টিতে ধুয়ে যাক
আমার দেহের শিরা-উপশিরা।
রাত নামে গাঢ় আঁধারের কালো টিপে,
মোহাচ্ছন্ন আমি তোমার সম্মোহনী টানে।
ঝাঁপসা হয়ে আসে আমার দৃষ্টি,
শীতল ছোঁয়া যেন তোমার অনাসৃষ্টি!