আমি আসবো আবার
নিতে তোমার আঁধার
শেষ রাতে ঘুমের ঘোরে
খোলা জানালার পাশে।


দেয়ালের ওপাশে
কার কথা শুনি?
এসবের কি অর্থ আছে?
যদি থাকো নিশ্চুপ চোখে।


তবুও কেন ভয়
ঐ অপলক চোখের?
এঁকে দিয়েছিল
কিছু ক্ষত চিহ্নের।


মাঝরাতের হঠাৎ বৃষ্টিতে
ভিজে যাই বিছানায় শুয়ে,
অথচ শরীর ভিজেনা
তোমার উষ্ণতার কাছে।


আমি তখন মগ্ন
অপ্রত্যক্ষ স্পর্শের টানে
জমাট স্তব্ধতায় নিজেকে
তবুও মৃত ভাবিনা।