উপড়ানো চেতনার আগুনে বিশুদ্ধ বাতাস
বিদ্বেষ পূর্ণ উপত্যকায় দাঁড়িয়ে দেখি
রক্তিম চোখে শোকার্ত জলপ্রপাত।
এ রূদ্ধদ্বার আমি উন্মোচন করিনা,
এ চাক্ষুষ প্রমাণ আমি দেখেও দেখিনা।
তবুও আড়মোড়া ভেঙে অবলীলায় জাগ্রত হয়
জাগতিক প্রলোভনের গোপন দুর্বৃত্ত।
নির্দোষ তাহলে কে?
যে কিনা শত-সহস্র বছর ব্যাপী,
ধ্বংসযজ্ঞ চালিয়ে ইস্পাতের দেহে
কঠিন পাথরের ফুল ফুটিয়েছে।