অবলীলায় সামনে এসে দাঁড়ায়
অবশ হয়ে থাকা অপলক দৃষ্টি,
অবলোকন করতে থাকি অবাধ্য প্রস্থান
অবসন্ন চিত্তে সৃষ্ট বিকেলের শ্লোক।
অমূলক ধারণা পোষন করে চলেছি
অমীমাংসিত রহস্য উন্মোচন করবো বলে।
অমানিশার আলো তাই ভীষণ প্রিয়!
অর্চনা করি প্রেমের প্রাণ সংহারী মন্ত্র।
অভাবিত গাঢ় সৌন্দর্যের অভিঘাতে
অভয়ারণ্য সৃষ্টি করা প্রেমিকের মৃত্যু।