স্পর্শ করেনা, আঘাত হানেনা
দেখায় প্রলোভন কাঙ্ক্ষিত সুখের।
আসলে পুরোটাই একটি ধোঁকা!
সৃষ্টির বিস্ময়ে তাকিয়ে হতবাক
অনন্ত আগুনে পোড়া এ চোখ।
মুগ্ধ হয়ে আলোর ভেতরে
আঁধার ছাড়া কিছুই দেখিনা।
আমায় হাতছানি দিয়ে ডেকোনা
নতুন সুখের বন্ধনে আলিঙ্গন করোনা।
এ উত্তপ্ত দেহের পোড়া কয়লায়
ধূসর পৃথিবীকে অঙ্কন করোনা।
তাকিয়ে দেখো মৃত জীবন থেকে
নতুন সংগ্রামের সূচনা হয়!
উপলব্ধি করেছো কখনো?
কিভাবে আমরা বেঁচে আছি,
যাপিত জীবনের রোষানলে!